নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলা থেকে রক্ষা পেতে বিমান বাহিনীর সাবেক সৈনিক শাহিনুর আলম উল্টো স্ত্রীর বিরুদ্ধে সাজানো প্রতারণা মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সদর উপজেলার বাঁশবাড়িয়া মুনতাজ আলী সরদারের অভিযোগ, তার মেয়ে শারমিন সুলতানার সাথে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ফজলুল হক সানার ছেলে শাহিন আলমের ২০১৫ সালের ১৩ মার্চ বিয়ে হয়। সেই সময় শাহিন আলম বিমান বাহিনীতে চাকরি করতেন। কিন্তু বিয়ের বিষয়টি শাহিন আলম তার কর্মস্থলে গোপন রাখে। পরে অফিসিয়ালভাবে অনুমতি পাওয়ায় ২০২১ সালের ৪ জুন ৭ লাখ টাকা দেন মোহরে ফের শারমিন সুলতানাকে বিয়ে করে। বিয়ের পর শাহিন আলম স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর আগে বিমান বাহিনীতে চাকরির জন্য তাকে ১০ লাখ টাকা দেয়া হয়। এরপরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে অপরাগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পেয়ে শাহিন আলম শারমিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় শারমিন সুলতানা ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আসামিরা হলেন, শাহিন আলম, তার পিতা ফজলুল হক সানা, মা লুৎফুন নেছা ময়না, বোন শিরিন সুলতানা ও শারমিন। এ ঘটনার পর ইস্তেফা না দিয়েই কর্মস্থল থেকে পালিয়ে যায় শাহিন আলম। এরপর মামলা থেকে রক্ষা পেতে গত ৩০ মার্চ প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ এনে স্ত্রী শারমিন সুলতানাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শাহিন আলম।