কল্যাণ ডেস্ক
ঈদ মানে বাড়ি ফেরার আয়োজন। আর এই উৎসবে যোগ দিতে কেউ আছেন পথে, কেউ বাড়ি পৌঁছেছেন, আবার কেউ রয়েছে বাড়ি ফেরার অপেক্ষায়। এভাবেই একে একে আপন নীড়ে ফেরার তাড়নায় রয়েছে রাজধানীর শিক্ষার্থীরা।
উত্তর মেরুর শীতলতা আর পশ্চিম গোলার্ধের তপ্ত কিরণের অনুভূতি যেমন এক হতে পারে না, ঠিক তেমনই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন এবং পরিবার ছাড়া ঈদ সমান হবে না। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যোগ হয় বাড়তি এক অনুভূতি।
‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ এমন মন জুড়ানো মধুর বাক্যের মতোই আজ অনেক শিক্ষার্থীদের মনে বাড়ি ফেরার জোয়ার নিয়ে এসেছে। না পাওয়ার গ্লানি আজ পূর্ণতার ছোঁয়া পেতে চলেছে। অনেকের হৃদয় আজ বাড়ি ফিরতে ব্যাকুল।
এদিকে ক্যাম্পাস ছেড়ে হাতে স্বপ্ন নিয়ে বাড়ির উদ্দেশ্য পাড়ি জমাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বাড়ি ফেরার পথে কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, পরিবারের সঙ্গে ঈদ না করলে ঈদের দিন আমার অনুভূতি শূন্য হয়ে যায়। নিজ পরিবারের সঙ্গে ঈদ উপভোগের মজাই আলাদা। সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ালেখার উদ্দেশ্য বাড়ি থেকে দূরে চলে আসি। পরবর্তীতে আর নিয়মিত বাড়ি ফেরা হয়ে ওঠেনি।
বাড়িতে ঈদে আমার জন্য থাকে বাড়তি উন্মাদনা। পরিবারের সব সদস্য আমার বাড়ি ফেরার অপেক্ষায় থাকে। ঈদের আগে নগরীর তীব্র যানজট উপেক্ষা করে বাসায় যাওয়ার পর মায়ের মুখের মিষ্টি-মধুর হাসিটা যেন সব ক্লান্তি দূর করে দেয়।
রাজশাহীর ছেলে রাতুল হাসান পড়েন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করার অনুভূতি সব অনুভূতি থেকে ভিন্ন। ঈদের দিন নতুন পোশাক, নতুন সবকিছু, বড় আপুদের হাতের মেহেদীর রঙ আমাকে রোমাঞ্চিত করে।
ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে মায়ের হাতের বিরিয়ানির সুবাস আমাকে মুগ্ধ করে। সারাদিনের ক্লান্তি শেষে, সন্ধ্যায় পরিবারের সব সদস্যরা একত্রে ঘুরতে যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো সময় স্বল্প হলেও তা স্মরণীয় হয়ে থাকে। এভাবেই কেটে যায় আমাদের ঈদের প্রতিটি মুহূর্ত।
কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ পড়ালেখার পাশাপাশি একটা খণ্ডকালীন চাকরি করেন ঢাকাতে। তিনি অনেকদিন পর পরিবারের সঙ্গে মিলনে ব্যাকুল। বলেন, পরিবার হচ্ছে পৃথিবীতে বিদ্যমান একটি স্বর্গ। একজন বাঙালি হয়ে পরিবার ছাড়া ঈদ কল্পনা করা যায় না। পরিবার আমার সবথেকে বড় হাতিয়ার। আমি প্রতিমুহূর্তে চাই পরিবারের সঙ্গে ঈদ করতে।
আরও পড়ুন: দেশের ২২ জেলায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস