নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ই গেইট (ইলেকট্রনিক ফটক) সেবা কার্যক্রমসহ সরকারি ও দলীয় সফরে যোগ দিতে আজ যশোরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। দিনব্যাপি নানা কর্মসূচিতে তিনি কর্মব্যস্ত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ শনিবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নির্মিত চারতলা আধুনিক পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩ টায় বেনাপোল স্থলবন্দরে দেশের প্রথম ই-গেইট কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বেনাপোল বল্ডফিল্ড মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির বেনাপোলে আগমন উপলক্ষে সাজ সাজ রব উঠেছে পুরো উপজেলা জুড়ে। সড়কের বিভিন্ন স্থানে ঠাঁই পেয়েছে বিলবোর্ডসহ সরকারের উন্নয়নের নানা দৃশ্য। এছাড়া সুধীসমাবেশ সফল করতে শার্শা ও বেনাপোল আওয়ামী লীগ একাধিক প্রস্তুতি সভা করেছে। সভায় জেলা আওয়ামী লীগসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে যুবক জখম