নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় স্বামীর উপর অভিমান করে তাপসি রানী (৪০) নামে এক নারী বিষ পান করার প্রায় ১২ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিকরগাছার মাগুরা গ্রামে। তিনি ওই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাস ওরফে ভোলার স্ত্রী।
মৃতের ছেলে সুমন বিশ্বাস বলেন, বাবা-মায়ের মধ্যে গভীর ভালোবাসা ছিলো। সকালে বাবার সাথে মায়ের তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবা মাকে চড় মারে। এর কিছু সময় পর মা ক্ষেতের জন্য রাখা বিষ (ঘাষ মারা ওষুধ) খেয়ে অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গভীর রাতে মৃত্যুবরণ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই নারী রাতে মৃত্যুবরণ করেন। মরদেহটি ময়নাতদন্ত শেষে পুলিশ মৃতের স্বজনের কাছে হস্তান্তর করেছে।