নিজস্ব প্রতিবেদক
স্বামীর সাথে অভিমান করে শান্তনা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে সদরের ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী ও শহরতলীর ছোট শেখহাটি গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।
মৃত সান্তনার স্বামী মোবারক জানান, তার সাথে অভিমান করে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে গলায় ফাস দিয়েছে স্ত্রী সান্তনা। পরে পরিবারের অনান্য সদস্যরা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।