নিজস্ব প্রতিবেদক: যশোরে মেয়ে লিমা খাতুন (২২) হত্যার বিচার, মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পিতা আব্দুল আলীম। রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
গৃহবধূ লিমা ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের শাওন হোসেনের স্ত্রী ও মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
নিহতের পিতা আব্দুল আলীম বলেন, ২৪ অক্টোবর লিমার শ্বশুর সাইফুল ইসলাম আমার বাড়িতে আসেন। পরে লিমা খাতুনকে ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর লোনের পাঁচ লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেয় স্বামী শাওন, শ্বশুরসহ ঘরের লোকজন।
কিন্তু লিমা অপারগতা প্রকাশ করলে তখন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে লিমার মৃত্যু হলে শ্বশুর বাড়ির লোকজন নুন্দাইয়ের সাথে পরকীয়ার অভিযোগ দিয়ে ২৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে স্বামী শাওন শ্বাসরোধ করে হত্যা করে।
এ হত্যার কাজে শ্বশুরসহ তার বাড়ির লোকজন সহযোগিতা করেন। পরে রাতে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। মণিরামপুর ও ঝিকরগাছা থানায় অভিযোগ ও মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ২৯ অক্টোবর জোরপূর্বক টিপসই নিয়ে একটি অপমৃত্যু দায়ের করে। মানববন্ধন থেকে মেয়ে হত্যার বিচার দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মা কোহিনুর রহমান, ফিরোজ আহম্মেদ, প্রতিবেশি বাধন আক্তার, সালমা রহমান, মুক্তার আলী ও সোহাগ হোসেন।