এম আর মাসুদ, ঝিকরগাছা
স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসেবায় নিজেকে বিলাতে চাই বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান তুহিন। তিনি বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থানা কমিটির সমন্বয় সভায় বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকবে কিন্তু আন্তরিকতার কমতি থাকলে হবে না। আমার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া নেই, পাওয়াও নেই। আমাদের হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা, জনবল ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সংসদ সদস্য হিসেবে যা করা দরকার, তা করব। তিনি রোগীকল্যাণ সমিতিতে ব্যক্তিগত অর্থ দেওয়ার ঘোষণাও দেন।
সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসান বলেন, খুব শিগগিরি হাসপাতালের জনবল বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারির শুন্যপদে লোক দেওয়া হবে। আর যারা ডেপুটেশনে অন্যত্র আছেন, তাদেরকে এখানে ফিরিয়ে আনতে চিঠি করা হবে।
সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান তুহিনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল, থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা ও প্যানেল মেয়র একরামুল হক। সভার শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রশিদুল আলম হাসপাতালে বাৎসরিক সেবার পরিসংখ্যান ও জনবল কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাভারন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, সাংবাদিক এম আর মাসুদ, কাজী ইদ্রিস আলীসহ কমিটির অন্যান্য সদস্যগণ।
