নিজস্ব প্রতিবেদক
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রয়াত শহীদ আব্দুল মান্নানের ৯ম হত্যাবার্ষিকী উপলক্ষে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার রেল স্টেশন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের শহর স্বেচ্ছাসেবক লীগের কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু। সংগঠনের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজের পরিচালনায় বক্তব্য দেন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদস্য নুর ইমাম বাবুল, প্রদীপ দাস, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, সদস্য শেখ কামরুজ্জামান, মাহমুদ হাসান নাহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, সদস্য ইদ্রিস আলী, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, এস এম রয়েল, ইমন তরফদার, শফিকুল ইসলাম, মুক্ত খাঁন, এইচ এম সোহাগ মন্টু, সেলিম রেজা বাবলু, মামুনুর রশিদ মামুন প্রমুখ।