কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, শিক্ষা ও দুর্নীতি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিতে¦ মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।
মতবিনিময়ে জেলা প্রশাসক আরো বলেন, গত ৭ জানুয়ারি অবাধ, সুষ্টুভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বার্তাটি তিনি সকল দপ্তরেই পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন ভুয়া অভিযোগ করেছিল। সেই সময়ে অভিযোগটি নিয়ে জেলা প্রশাসন দুই জন ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করিয়েছিলেন। কিন্তু তার অভিযোগটি ভুয়া প্রমাণিত হওয়ায় ওই সময়ে প্রার্থীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছিল। সেটি এখনো চলমান এবং শাস্তির আওতায় আসবে। সর্বশেষ তিনি এ আসনে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।