মণিরামপুর ও রাজগঞ্জ প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বুধবার দুপুরে মণিরামপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও কবীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী প্রমুখ।
এদিকে রাজগঞ্জ ডিগ্রি কলেজের শত শত নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়। এ অনুষ্ঠানেও প্রধান অতিথির রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী অধ্যাপক বিধান চন্দ্র রায় ও প্রভাষক শাহানাজ পারভীন।