নিজস্ব প্রতিবেদক
যশোরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, বাংলাদেশের মধ্যে প্রথম ডিজিটাল জেলা যশোর। এ জেলা যেভাবে প্রথম ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও প্রথম হবে। এক্ষেত্রে যশোরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শনিবার যশোর সার্কিট হাউজ মিলনায়তনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন। জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ১৯৭১ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ২০৪১ সালকে টার্গেট করেছেন। সেই টার্গেট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা। এক্ষেত্রে নেতৃত্ব দেবে যশোর। তিনি বলেন, দেশের প্রথম স্বাধীন জেলা যশোর। সাংস্কৃতিক অগ্রযাত্রায় যশোর অন্যদের থেকে এগিয়ে। স্থানীয় সাংবাদিকদের সবাই সংস্কৃতিকে ধারণ করেন, লালন করেন। তারা কোনো না কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত। মিডিয়ার সাথে সংস্কৃতির এই মেলবন্ধনের কারণে মিডিয়ায় যা বের হয় তার তুলনাই হয় না। সে কারণে বলা যায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও যশোরের সাংবাদিকেরাই সবার প্রেরণা হবেন। আবরাউল হাছান মজুমদার আরও বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জিত হলে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। কর্মশালায় যশোরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আরও বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলাম, পরিচালক (প্রসাশন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, উপপরিচালক (প্রশাসন) সোহেল রানা, প্রোগ্রামার আব্দুস সালাম, উপপরিচালক (চলচ্চিত্র প্রশিক্ষণ) সোহেল পারভেজ, পরিচালক নাহিদ নাজ, সহকারী পরিচালক আবু মুসা সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান ও সহকারী তথ্য অফিসার রমজান আলী। আরো উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত যশোরের ৩৪ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।