নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার মনোহরপুর ইউনিয়নের সরুইডাঙ্গা এলাকায় দীর্ঘ এক যুগ ধরে বন্ধ থাকা কাটা খালের বিকল স্লুইসগেটটি সচল হওয়ার পর ২০টি গ্রামের জলাবদ্ধতা কিছুটা কমেছে। মঙ্গলবার স্লুইসগেটটি সচল করার পর থেকেই পানি নামতে শুরু করে এবং বুধবার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, স্লুইসগেট সচলের পাশাপাশি এলাকার মানুষ নিজেরাই রাস্তা কেটে পানি খালের দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে ভুক্তভোগী এলাকাবাসীর মাঝে। এদিকে, এই উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা রেখে প্রশংসায় ভাসছে এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। সংস্থাটির বারীনগর এলাকায় একটি প্রকল্প রয়েছে, যা সাম্প্রতিক অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে সংস্থাটি যশোর পানি উন্নয়ন বোর্ডকে জানালে বোর্ডের কর্মী সংকটের খবর পেয়ে জাগরণী চক্রের ৭-৮ জনের একটি টিম নিজেরাই মাঠে নামে। জাগরণী চক্রের প্রকল্প ব্যবস্থাপক একেএম মনিরুজ্জামান মামুন জানান, বৃষ্টিতে ভিজে তারা নিজেরা যন্ত্রপাতি সংগ্রহ করে খালে নামেন। তার সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মাহাদুদ হাসান কল্লোল, মৎস্য প্রকল্পের ব্যবস্থাপক শওকত হোসেন, কর্মী এনামুল, রাহাত, কামাল, শাহাবাজ, লিয়াকত ও আলতাফ। শেষ পর্যন্ত তারা গেটটি সচল করতে সক্ষম হন। এদিকে, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, কাটা খালের স্লুইসগেট পুরনো ও বিকল হয়ে পড়ায় নতুন গেট স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়ে ছে। দ্রুত সময়ের মধ্যেই নতুন গেট স্থাপন করা হবে, যাতে প্রয়োজনে সহজেই তা খোলা ও বন্ধ করা সম্ভব হয়।