আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি টু সাতক্ষীরা সড়কে দুর্ঘটনা কবলিত হয়ে আশাশুনি প্রেসক্লাবের সদস্য ইলিয়াস মোল্যা আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দোহাখোলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা যাওয়ার পথে দোহাখোলা নামক স্থানে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতা কামনা করেছেন আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।