নিজস্ব প্রতিবেদক: যশোর পৌর কৃষকলীগের সহসভাপতি আবু হানিফ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার ভোরে ঈগল পরিবহনে করে তিনি ঢাকা থেকে যশোর আসার পথে মাগুরার জাগলা নামক স্থানে ট্রাকের সাথে পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
এ দিকে মরহুমের জানাজা রোববার বাদ আসর পালবাড়ি তাকওয়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে চৌগাছার দিঘল সিংহা গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদস্য কামাল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু প্রমুখ।