বিনোদন ডেস্ক
চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় জল কম ঘোলা হয়নি। এই ঘটনার পরপরই প্রকাশ্যে আসে রাজ-পরী দম্পতির সংসারে অশান্তির খবর।
অন্যদিকে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কারণ ভিডিওগুলোতে তার কথোপকথন ছিল সংবাদমাধ্যমে প্রকাশের অযোগ্য।
সেখানে ছিলেন আরকে জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশাও। ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে এখনও দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
এর মধ্যেই নিজেকে গুটিয়ে নিলেন সুনেরাহ। হঠাৎ গায়েব হয়ে গেলেন তিনি! সুনেরাহ’র ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট এখন আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে তা নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) দেখাচ্ছে। তবে ইনস্টাগ্রাম সক্রিয় আছেন এই অভিনেত্রী।
এদিকে, ‘গোপন’ ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ন ডরাই’খ্যাত এই অভিনেত্রী। সুনেরাহর কথায়, ‘ভিডিওতে যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে স্যরি বলতে চাই।
আসলে ওই সময়টা আমি খুব চঞ্চল ছিলাম। আমার যারা ফ্রেন্ড তারা বিষয়টি খুব ভালো করেই জানেন। তখন বন্ধুদের সঙ্গে আমি ওইভাবেই মজা করতাম। আর ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।
তিনি আরও বলেন, ‘আমি আবারও ক্ষমা চাইছি, এই ঘটনার জন্য। সবাইকে অনুরোধ করব, বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না করার। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।
আরও পড়ুন: আবারও উপস্থাপনায় সালমান খান
১ Comment
Pingback: মিথ্যার আশ্রয় নিলেন ঊর্বশী!