নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা হত্যা, অস্ত্র ও সোনা চোরাচালান মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলো অভয়নগরের দামুখালি গ্রামের মৃত শৈলেন মন্ডলের ছেলে শ্যামল মন্ডল, যশোর উপশহরের ছমির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন প্রিন্স ও বেনাপোলের পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান।
বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিয়িাল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, মঞ্জুরুল ইসলাম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের দামুখালি গ্রামের সুব্রত মন্ডল প্রতিদিনের মত সকালে হাঁটাহাঁটি করে দামুখালি-দত্তগাতি স্কুলের পাশের দোকান থেকে চা খেয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এরমধ্যে দুই যুবক মোটরসাইকেলে এসে চা খেয়ে বেরিয়ে যাওয়ার সময় মোটরসাকেলের উপর থেকে সুব্রত মন্ডলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। লোকজন ঘটনাস্থলে যেয়ে দেখে সুব্রত মন্ডল মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই অমৃত মন্ডল বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিলন কুমার মন্ডল হত্যার সাথে জড়িত সন্দেহে গত ১৩ জানুয়ারি শ্যামল মন্ডলকে আটক ও আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ জানুয়ারি ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপশহর বি-ব্লক তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে প্রিন্সকে আটক করা হয়। এ সময় তার মোবাইলে অস্ত্র হাতে ছবি পাওয়ায় ও জিজ্ঞাসাবাদে ঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই শামীম হোসেন বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই সোলায়মান আক্কাস ১৩ জানুয়ারি আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ১৭ নভেম্বর পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর কাঁচা রাস্তার উপর অবস্থান নেন। এ সময় একটি মোটরসাইকেল দেখে থামার সংকেত দিলে মোটরসাইকেল ও ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮২ পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৯ কেজি ৫৫৮ গ্রাম। এব্যাপারে বিজিরি হাবিলদার মালেক গাজী বাদী হয়ে পুটখালি গ্রামের মেহেদী হাসানকে আসামি করে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকতা এসআই সোহেল রানা গত ৮ জানুয়ারি আটক মেহেদী হাসানের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আারও পড়ুন: যশোরে বাজারজাত ‘মোস্তফা সয়াবিন তেল’র মান প্রশ্নবিদ্ধ
১ Comment
Pingback: যশোরে মাদকসহ চারজন আটক - দৈনিক কল্যাণ