নিজস্ব প্রতিবেদক
কিশোরী ভাবনা আনোয়ার মধু গত বছর ১৪ আগস্ট বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয় যশোর থেকে ১ লাখ টাকার কাবিনে হাসিব খান নামের এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুই পরিবারের মধ্যে বিয়ষটি জানাজানি হলেও কোন পক্ষও আমলে নেয়নি তাদের বিয়ে।
মণিরামপুর পৌর শহরের এক ধনাঢ্য পরিবারের সন্তান হাসিব খান। কিশোরীও একই উপজেলার এক প্রাইভেট শিক্ষককের মেয়ে। সম্প্রতি বিষয়টি লোকমহলে ব্যাপক চাউর হয়ে উঠেছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যুবক হাসিব খানের বাড়ির সামনে অবস্থান নেয়ায় বিষয়টি এখন মণিরামপুরের আলোচিত বিষয়। থানা থেকে দু’শ গজ অদূরে অবস্থিত ধনাঢ্য ওই পরিবারের বাড়ির সামনে অবস্থান নেয়া এবং লোকসমাগম ঘটলেও পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নেয়নি।
অবশ্য, এ সময় ভাবনার সঙ্গে সুরাইয়া খাতুন নামে আরো এক কিশোরী আর এক দাবি নিয়ে ওই বাড়ির সামনে অবস্থান নেয়। সুরাইয়ার দাবি, হাসিব খানের অপর ভাই হাসিন দু’বছর আগে তাকে বিয়ে করেছে, যা তাদের পরিবার মেনে নিচ্ছেন না। তাদের এই অবস্থানকালে কিশোরী দ্বয়ের স্লোগান ছিলো- হয় বাঁচবো, না হয় মরবো! তবুও এদের ছাড়বো না।
জানা গেছে, দুপুরের দিকে দু কিশোরীকে হাকোবা গ্রামের এক যুবক বিষয়টি নিম্পত্তি করে দেয়ার আশ্বাসে ওই বাড়ির সামনে থেকে সরিয়ে নেয়। বিষয়টি মণিরামপুর বাজারের প্রধান আলোচনার বিষয় হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলছে না।
১ Comment
Pingback: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় কোল থেকে ছিটকে গেল শিশু, মায়ের মৃত্যু