নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা হরতালে যশোর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকদের দাবি ১৮ রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে তিন চাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। নেতাদের দাবি, পুলিশ মিছিল থেকে তাদের ৫০ নেতাকর্মীকে আটক করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের নেতাকমীদের অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যশোর জেলা পরিবহন সংস্থা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ষষ্টি কুমার দত্ত বলেন, যশোরের ১৮ রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোন বাস চলাচল করছে না। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তবে অনেকেই ছোট্ট যান যেমন ইজিবাইক বা বিকল্প যানে যাতায়াত করছেন।
এদিকে হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে বিএনপি। সকাল সাড়ে ৭ টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর শহরের ঘোপ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের দড়াটানাতে এসে পৌচ্ছালে পুলিশের বাধার মুখেও পড়েন তারা। এসময় পুলিশ ও নেতাকর্মীদের হট্টগোলে পুলিশের লাঠিচার্জে দুই যুবদল নেতা আহত হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বিএনপির ছোট্ট ছোট্ট মিছিল থেকে ৫০ নেতাকর্মী আটক করেছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা যুবদলের কামরুল ইসলাম, যুবদল নেতা পলাশ হোসেন ও নগর বিএনপি নেতা খলিলসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭টার দিকে শহরের দড়াটানা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুত তাদের মুক্তি দাবি করেন তিনি।
এদিকে বিএনপির হরতালের প্রতিবাদে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের নেতাকমীদের অবস্থান নিতে দেখা গেছে। এদিন বিকাল সাড়ে টার শহরের ভৈরব চত্বরে শান্তি সমাবেশ করবে জেলা আওয়ামী লীগ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যাতে প্রভাব না পড়ে এ দিকটিই দেখছি আমরা। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, কয়েকজন বিশৃঙ্খলার সৃষ্টি করছিলো তাদেরকে আটক করা হয়েছে।