ঢাকা অফিস
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও কর্মব্যস্ত রাজধানী ঢাকা। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই রাজধানীর সড়কে যানবাহনের চাপ থাকে। এদিনও সকাল থেকেই হরতাল উপেক্ষা করে সড়কে নামে গণপরিবহন। বাসগুলোর যাত্রী সংখ্যাও চোখে পড়ার মতো। তবে এরমধ্যেই একের পর এক বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে আবারও যানবাহনে আগুন, ভাঙচুরের মতো কাজে মেতে ওঠে বিএনপি।
রোববার (২৯ অক্টোবর) হরতালের সমর্থনে বায়তুল মোকাররম মসজিদের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। উত্তরায় বিআরটিসি বাস কাউন্টারে ৩টি বাসেও ভাংচুর করেছে বিএনপি কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিরপুর থেকে যাত্রীর ছদ্মবেশ ধরে বাসে ওঠা অন্তত ৪ ব্যক্তি বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে বাসটি পৌঁছানোর পর সেটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
শিকড় পরিবহনের বাসটির চালক বলেন, বায়তুল মোকাররম মসজিদের কাছে যাত্রী নামানোর পর গাড়ি টান দেয়ার সময় হঠাৎ দেখি গাড়ির পেছনে কালো ধোয়া। তখন গাড়ি থেকে নামার আগেই পুরো বাসে আগুন ধরে যায়।
গাড়িতে থাকা যাত্রীরা জানান, গাড়ির ভেতরে প্রথম পেছনের কয়েকটি সিটে আগুন লাগে। তখন সবাই তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যায়। এ সময় নামতে গিয়ে কয়েকজন আহত হয়। আশেপাশে থাকা লোকজন এসে তাদের উদ্ধার করে।
পুলিশ বলছে, যারা এ ঘটনা তারা যাত্রী বেশেই বাসে উঠেছিল। পরে তারা পেছনে সিটে আগুন দিয়ে কৌশলে নেমে যায়।
এছাড়াও রাজধানীর তাঁতী মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাসে হরতালের সমর্থনে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় বাসে থাকা যাত্রীরা নামতে গিয়ে কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে পুড়ে যায় সম্পূর্ণ বাসটি।
এদিকে, হরতালে উত্তরায় বিআরটিসি বাসের কাউন্টারে ৩টি বাসে ভাঙচুর করেছে বিএনপি কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটে বাসগুলো কাউন্টার ছাড়ার আগ মুহূর্তে ১৫ থেকে ২০ জনের একটি দল এসে বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা একটি মিছিল নিয়ে এসে দাঁড়িয়ে থাকা বাসগুলো ভাঙচুর শুরু করে। এসময় আতঙ্কিত যাত্রীরা দিগবিদক ছোটাছুটি করতে থাকেন। তখন তারা এসে গাড়ি ভাঙচুর করে।
এরআগে ডেমরায় শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৩টায় ডেমরায় অছিম পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাদের দেয়া আগুনে পুড়ে বাসটিতে ঘুমিয়ে থাকা হেলপার নাঈম নামের এক যুবকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হয়েছেন বাসটির আরেক হেলপার রবিউল।
এদিকে, হরতালে রোববার সকাল থেকে সাইনবোর্ড, মতিঝিল, গুলশান, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।