নিজস্ব প্রতিবেদক
ঢাকা মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে যশোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আইনি মারপ্যাচে ঢাকায় হরিজনদের উপর নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনায় যশোর থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের আবাসনের জন্য উদ্যোগ গ্রহণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। পবিত্রতা ইমানের অঙ্গ। আর এই কাজটি করে হরিজন সম্প্রদায়। তাই এদের উপর নির্যাতন সহ্য করা হবে না। তাদের নির্যাতন বন্ধ ও আবাসন ব্যবস্থার জন্য আন্দোলন অব্যাহত থাকবে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি খোকন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার বিশ্বাস, প্রশান্ত দেবনাথ, দুলাল সমার্দ্দার, যুগ্ম সম্পাদক রতন আশ্চার্য্য, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণু সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন পাল প্রমুখ।
পরিচালনা করেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
