কপিলমুনি ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিঢালী ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হরিঢালী ইউনিয়ন বিএনপি আহবায়ক শেখ ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উদ্বোধন করেন বিএনপির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন ডাবলু ও এস এম এনামুল হক।
বক্তব্য রাখেন, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ আনারুল ইসলাম, আনারুল কাদির, মেছের আলী, শেখ ইমামুল ইসলাম, আমিনুর রহমান। সম্মেলনে ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে শেখ ইমামুল ইসলাম ১৫ ভোট, শেখ আব্দুল গফুর ৯ ও আকরাম জোয়াদ্দার ২ ভোট পান। সম্পাদক পদে সরদার তোফাজ্জেল হোসেন ২০, হাবিবুর রহমান ৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম জোয়াদ্দার ১৪ এবং আমানুর সরদার ১২ ভোট পান। সভাপতি পদে শেখ ইমামুল ইসলম, সম্পাদক পদে সরদার তোফাজ্জেল, ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।