ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মান্নান নামে এক মানসিক ভারসাম্যহীন নাতির হাতুড়ির আঘাতে রুশিয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মান্নান বেশকিছু দিন ধরেই মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছে। গত চার দিন ধরে তার পাগলামীর পরিমাণ বেড়ে যাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে একের পর এক পরিবারের সদস্যদের আক্রমণ করে চলে। এমতাবস্থায় তার হাত থেকে বাঁচার জন্য পরিবারের সদস্যরা পালিয়ে বেড়ায়। বৃহস্পতিবার রাতে মান্নানের দাদী পাশের বাড়িতে ঘুমিয়ে ছিল। সেখান থেকে দাদীকে ফুসলিয়ে উঠিয়ে নিয়ে আসে মান্নান। তারপর তাকে হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে দেয়। এতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয়।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে লাশটি থানায় আনা হয়েছে। অভিযুক্ত মান্নানকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন:ঝিনাইদহে ‘স্পিরিট পানে’ ৩ মৃত্যু