নেংগুড়াহাট প্রতিনিধি
সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে প্রতীক বরাদ্দের দিনে সকল প্রার্থীদের সাথে মতবিনিময় করলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার।
যশোরের মণিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীরা প্রতীক পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসছে আগামী ১৭ জুলাই হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ২৫ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এখানে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী হলেন মাস্টার জহুরুল ইসলাম। আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মাস্টার মিরাজ উদ্দিন ওরফে ফরিদ, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম তুহিন গাজী ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস। এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী মাস্টার মিরাজ উদ্দিন ওরপের ফরিদ বলেন, যেহেতু বিরোধী দল নির্বাচন করছে না সেহেতু আমরা নির্বাচন করতে পারি আশা করছি আমি নির্বাচনে জয়ী হবো। বিষয়টি নিয়ে মোটরসাইকেল প্রত্যেকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম তুহিন গাজী বলেন নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমি জয়ি হবো আশা করছি সুষ্ঠু ও সুন্দর এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করতে প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন। এদিকে প্রতীক বরাদ্দের পর পরই জেলা প্রশাসন হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রার্থীদের সাথে সোমবার দুপুরে পরিষদের হলরুমে সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে মতবিনিময় করেছেন।