নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসসহ ১৩ জনপ্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। পরে ইউনিয়নের ১২ ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘আজকের পর থেকেই সরকারের অংশ হয়ে গেলেন আপনারা। ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়লে আপনারা খুব সহজেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। ইউপি আইনে ৩৩ রকমের কাজের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে ইউনিয়নের মানুষ উপকৃত হবেন। তিনি আরো বলেন, আশা করছি আপনাদের নেতৃত্বে জেলার এই হরিহরনগর ইউনিয়ন পরিষদ মডেল হবে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা জটিলতায় এতোদিন নির্বাচন হয়নি। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাস্টার জহুরুল ইসলামকে পরাজিত করে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিশ্বাস বিজয়ী হন।