নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্টের আপিল বিভাগের একটি ব্রেঞ্চ। সোমবার (১৩মে) বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন বলে জানা যায়।
জানা যায়, গত রোববার (৫ মে) বাছাইকালে মনোনয়নপত্রে ক্রটি থাকায় শাহারুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়। পরে জেলা প্রশাসনের কাছে আপিল করলে সেখানেও প্রার্থীতা বাতিল হয়।
সেই আদেশের বিরুদ্ধে শাহারুল ইসলাম হাইকোর্টের আপিল বিভাগে (৫৫৭৫/২০২৪) রিট পিটিশন আবেদন করেন। সেই আপিল রিট পিটিশন মঞ্জুর করে বিচারপতি শাহারুলে প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
শাহারুল এ আদেশ পাওয়ার পর প্রতীক পাওয়ার জন্য যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর দ্রুত প্রতীক পাওয়ার আবেদন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলাম হাইকোর্টের আদেশের কপি জমা দিয়েছেন। এটা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে যে আদেশ আসবে আমরা সেই অনুযায়ী কাজ করবো।