ঢাকা অফিস
হাওর রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। প্রাথমিকভাবে পাঁচটি হাওরে বাধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়নসহ চারটি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “হাওরের ইকো সিস্টেম পৃথিবীতেই বিরল। এটিকে অবশ্যই সুরক্ষিত করতে হবে। হাওরের সীমানা নির্ধারণ করে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের মতো ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
এ সময় পরিবেশ উপদেষ্টা হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে ‘ভাসমান হাসপাতাল’ চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন। পাশাপাশি হাওরের মাছের উৎপাদন ও আহরণের জন্য নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্য বক্তারাও হাওরকে জাতীয় সম্পদ আখ্যা দিয়ে এর সুরক্ষায় সম্মানজনক ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চল জাতীয় খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগাম বন্যা বা জলবায়ুজনিত কারণে হাওরের ফসল উৎপাদন ব্যাহত হলে তা জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে।
সেমিনারে অংশ নেন বিভিন্ন স্তরের সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।