নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের হাটখোলা রোডে অবস্থিত ‘জনতা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে রোববার দিবাগত রাতে ছাদের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার অরুণ সাহা জানান, সোমবার সকালে দোকান খুলে তারা ভেতরে ঢুকে দেখতে পান মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দোকানের ছাদের টিন কেটে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করেছে।
চোররা ক্যাশবাক্স থেকে নগদ ৭০ হাজার টাকা চুরি করেছে এবং প্রায় ৮০ হাজার টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এই খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানকে বিষয়টি অবহিত করা হয়।
ঘটনার পর যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্তে তদন্ত চলছে। তিনি বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।
আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা এই ধরনের অপরাধ প্রতিরোধে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
