কল্যাণ ডেস্ক
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হামলার শিকার হয়েছেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ছাবেরা খাতুন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে। ঘটনাটি ঘটে নগরের ২২ নম্বর ওয়ার্ডে।
খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাঁকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি দিয়েছেন। তাঁকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাঁকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তাঁর দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।
১ Comment
Pingback: সৌদি আরব পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী