ঝাঁপা প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামে জোরপূর্বক জমি দখল করে দালান নির্মাণ করছে একটি প্রভাবশালী পক্ষ। এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে একই গ্রামের আবুল কাসেমের ছেলে ভুক্তভোগী ইমরান হোসেন।
ইমরান হোসেনের লিখিত অভিযোগের বিবরণে জানাগেছে- উপজেলার হানুয়ার মৌজার ৭১৩৫ নম্বর দাগে, ৩১ শতক জমির মধ্যে আমার নিজ নামীয় ২.৬৫ শতক জমি প্রভাবশালী পক্ষ একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম ও শুকুর আলী দখল করে জোরপূর্বক সেই জমিতে দালান ঘর নির্মাণ করছে। আমি তাদেরকে এ কাজে বাধা দিতে গেলে তারা আমাকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। পরে স্থানীয় প্রশাসনের নিকট আমরা এই বিষয়ে অভিযোগ করলে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করে, প্রভাবশালীদের পক্ষে কথা বলে এবং তাদেরকে বলে যে, এই জমি যার দখলে আছে, সেই ভোগ করবে। এখানে কোনো কাগজপত্র দেখা লাগবে না। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিষয়টি জানালে তারাও মিমাংসা করতে পারেনি।
ভুক্তভোগী ইমরান হোসেন বলেন- প্রভাবশালী পক্ষরা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ২/৩ জন পুলিশ অফিসারের প্রকাশ্য ইন্দনে উল্লেখিত জমিতে দালান নির্মাণ করছে। এই জমিতে মামলা চলমান রয়েছে। মামলা চলাকালিন পুলিশ ম্যানেজ করে রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম ও শুকুর আলীরা দালান নির্মাণ অব্যাহত রেখেছে।
এ সংক্রান্ত বিষয়ে সু-বিচার পাওয়ার জন্য যশোর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মণিরামপুর থানা ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমি সু-বিচার পাচ্ছি না। আমি একজন অসহায় মানুষ। আমি প্রশাসনের কাছে সু-বিচার দাবী করছি।
আরও পড়ুন:যশোরে এবার ১৬ হাজার ৮০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশাবাদ