কল্যাণ রিপোর্ট
যশোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে জনগুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন যাবত খুঁড়ে রাখায় চলাচলের চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গ্রামের প্রধান রাস্তাটি কার্পেটিংয়ের জন্য খুঁড়ে রাখায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানিয়েছেন, কার্পেটিংয়ের কাজ দ্রুত শেষ না হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে এলাকার কৃষকরা। এই গ্রামের বেশিরভাগ মানুষ ধান ও সবজি চাষের ওপর নির্ভরশীল। রাস্তার কাজে ধীরগতির ফলে সবজি চাষিরা সময়মতো বাজারে সবজি নিতে পারছেন না।
হাপানিয়া গ্রামের ইমান আলী জানান, আমরা মাঠ থেকে সবজি বাজারে নিতে পারছিনে। রাস্তার কারণে সাতমাইল ও বারোবাজারে সবজি নিতে অনেক সময় লাগে এবং এক কিলোমিটার মাথায় করে নিতে হচ্ছে। এ বছরে রাস্তা খোঁড়ায় মাঠ থেকে মাথায় করে ধান নিয়ে আসতে হচ্ছে।
জহরুল বিশ্বাস জানান, রাস্তা খোঁড়ার পরে বৃষ্টি হওয়ায় ছেলে মেয়েদের স্কুল এবং কলেজে যেতে অনেক কষ্ট হচ্ছে। কোনোভাবেই যানবাহন পার হওয়া সম্ভব হচ্ছে না।
ঠিকাদার বিপুল ফরাজী জানান, রাস্তার কাজের জন্য মাটি খোঁড়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হতো তাহলে রাস্তার কাজ প্রায় শেষ হয়ে যেত। এখন কাঁদা শুকালেই বালি ফেলবো এবং দ্রুতই কাজ শেষ করে দেবো।