কল্যাণ রিপোর্ট: যশোর শহরের খড়কির যুবক জিসানকে মারপিট ঘটনায় থানায় অভিযোগ করে বিপাকে পড়েছে পরিবার। অভিযোগকারীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও এখনো তা মামলা হিসেবে রুজু হয়নি। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগে করেন জিসানের বোন রুনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন জিসানের পিতা বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেহানা আক্তার, লিজা আক্তার প্রমুখ।
লিখিত বক্তব্যে রুনা আফরোজ বলেন, গত শুক্রবার তার ছোট ভাই জিসান মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় মাদক ব্যবসায়ী রিন্টু, মানু, আজিজুরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরিবারের পক্ষ থেকে হামলার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বাড়িতে হামলা করে ভাঙচুর লুটপাট ও বাড়ির লোকজনদের মারপিট করে। এ ব্যাপারে রিন্টু, মানু, আজিজুর, লিপ্টন, সবুজ, রায়হান, সজিব, শুকুর, শরিফুল, রিফাত, কাদের, মোস্ত, তৌহিদসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। এ সংবাদ পেয়ে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা থানায় আমাদের নামে উল্টো অভিযোগ দিয়ে মামলা দেয়াসহ খুন-জখমের হুমকি দিচ্ছে। যে কোন সময় তারা বড় ধরনের ক্ষতি করতে পারে। ফলে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।