নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের হামিদপুরে একটি পরিবারকে উচ্ছেদ বিষয়ে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। জমির মালিক দাবিদার যশোর শহরের ঘোপ এলাকার নুরুল ইসলাম শুক্রবার দুপুরে এ সম্মেলন করেন। তিনি বলেন, ৮৬ নং হামিদপুর মৌজায় ২৪৫ এর ১৬১৯ এবং ১৬২০ দাগের ২ একর ৯৭ শতক জমি বন্ধক রেখে বিডিবিএল ব্যাংক থেকে লোন গ্রহণ করা হয়। বন্ধককৃত ২ একর ৯৭ শতক জমি ছাড়াও হামিদপুর মৌজায় আমার ও নুর মোহাম্মদের প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমি রয়েছে। এই জমি জনৈক আসাদ নামে এক ব্যক্তি ২ একর ৯৭ শতক জমি ব্যাংকের নিলামে ক্রয় করেন। কিন্তু তিনি ক্রয়কৃত জমি ছাড়াও আমার ও নুর মোহাম্মদের জমি জোর করে দখল করে রেখেছেন। উচ্চ আদালত ও নি¤œ আদালতের সকল পর্যায়ে রায় আমার পক্ষে থাকা সত্ত্বে তিনি জমি ও আমার জায়গায় নির্মিত বাডিটি দখল করে রেখেছেন। তিনি সংবাদ সম্মেলন করে সার্বিক বিষয় অবহিত করেন এবং বলেন আমি জমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলামের বিয়াই ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুণ-অর-রশীদ, উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, অ্যাডভোকেট শাহরিয়ার বাবু প্রমুখ।