নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে নিজ নামের এ অডিটোরিয়ামের উদ্বোধন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি।
এর আগে কলেজের আইসিটি, কাজী নাবিল আহমেদ একাডেমি ভবনসহ তিনটি ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে কলেজের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহেরিয়ার জাহেদি, জেমকন গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য কাজী নাবিলে সহধর্মিনী মালিহা মান্নান আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
