নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা। মেঘাচ্ছন্ন আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ক্যাম্পাসের কচি ঘাসগুলো। এর মধ্যে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে বেশ কয়েকজন তরুণীর জটলা। সবার পরণেই লাল শাড়ি। তারা সবাই জটলা হয়ে নাচের প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে সবুজ শাড়ি পরহিত কয়েকজন তরুণী যোগ দিলেন তাদের সঙ্গে। তাদের ঘিরে ক্যাম্পাসে আসা বিভিন্ন শিক্ষার্থী-অভিভাবকদের জটলা বাড়তে থাকে। এমন সময় হঠাৎ বেজে উঠে ‘নব দিগন্তের স্বপ্ন সারথী মোরা স্বপ্নীল সম্ভাবনা, সময়ের ডাকে চলি মোরা আকাশ সম সীমানা’। এই গানের তালে তালে শুরু হলো তরুণীদের দৃষ্টিনন্দন নাচ। গানের কয়েক লাইন বাজতেই বুঝতে বাকি থাকলো না বিশ^কাপ ক্রিকেট উপলক্ষে কোনো আয়োজন। তাই উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে যায় উপস্থিতিদের মধ্যেও। মূলত ‘এভারগ্রীন’ শিরোনামে মৌলিক এই গানটি করেছেন এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। যা গত বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়। সেই গানে ক্রিকেট ফ্লাশ মব নামের নাচ প্রতিযোগিতার অংশ হিসেবে এই নজরকাড়া পরিবেশনা করেন শিক্ষার্থীরা। ফ্লাশ মব এ অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘গানটি মূলত আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। গানটি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি বাংলাদেশের ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে, হামিদুল হক শাহীনের ‘এভারগ্রীন’ ছাড়াও ‘মধুর আবেশ’ ও ‘নীল নয়না’ শিরোনামে দুটি মৌলিক গান সঙ্গীতাঙ্গনে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
