বিনোদন ডেস্ক
বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের ছেলে খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক প্রেম সাগর আর নেই। ইন্ডিয়া টিভি থেকে জানা যায় রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন এই নির্মাতার পরিবার।
প্রেম সাগর ছিলেন চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক গুরুত্বপূর্ণ নাম। তিনি কাজ করেছেন চারাস, আঁখেন, আলিফ লাইলা, লালকারসহ একাধিক আলোচিত সিনেমায়। পাশাপাশি টেলিভিশনের কিংবদন্তি সিরিজ রামায়ণ, বিক্রম অউর বেতাল ও শ্রীকৃষ্ণ-এর সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন তিনি। নিজের বাবার আত্মজীবনী অ্যান এপিক লাইফ: রামানন্দ সাগর, ফ্রম বরসাত টু রামায়ণ–ও লিখেছিলেন প্রেম সাগর।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। জনপ্রিয় ‘রামায়ণ’-এর লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহরী এক্সে লিখেছেন, এ এক অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা হারালাম প্রেম সাগর জিকে। ওম শান্তি। ‘রামায়ণ’-এর রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোবিল লিখেছেন, শ্রদ্ধেয় প্রেম সাগরগ সারের প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক।
প্রসঙ্গত, পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিআইআই)-এর ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রেম সাগর। কর্মজীবনের বড় অংশই তিনি কাটিয়েছেন সাগর আর্টস ব্যানারের হয়ে কাজ করে। ১৯৮৭ সালে দূরদর্শনে প্রচারিত ‘রামায়ণ’-এর সফলতার পেছনে অন্যতম কারিগর ছিলেন তিনি।
আরও পড়ুন: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, নিহতের সংখ্যা বেড়ে ৫০০