নিজস্ব প্রতিবেদক
রোববার (২৪ আগস্ট) দুপুরে যশোর শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে শেফালী (৪৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাসিমা যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে।
পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতেন গ্রামের বাসিন্দা মোছা. নাসিমা (৩০) তার স্বামী সালাউদ্দিনের সাথে ট্রেনে করে যশোর আসেন চিকিৎসার জন্য। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে নাসিমা তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে এবং হাসপাতাল পুলিশ গার্ড সোহেল রানাকে খবর দেয়।
পরে হাসপাতাল পুলিশ গার্ড নাসিমাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
