কল্যাণ রিপোর্ট: যশোরের কিংস হাসপাতাল থেকে নিখোঁজ চার বছরের সন্তানকে ফিরে পেয়েছেন মা। শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন যশোর জেনারেল হাসপাতালের কর্মরত পুলিশের এএসআই আবু সালেহ। শিশু ইয়ামিন নড়াইলের বাসগ্রামের আহমেদ আলীর ছেলে।
গতকাল শনিবার দুপুর একটার দিকে ওই শিশু শহরের কিংস হাসপাতালের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মা তহমিনার অজান্তে হাসপাতালের বাইরে চলে যায় এবং ব্যস্ততম রাস্তায় বাচ্চাটি একাই ঘুরে বেড়াচ্ছিল। যশোর জেনারেল হাসপাতালের তিন নম্বর গেটে শিশুটিকে ঘোরাঘুরি করতে দেখে নিজ হেফাজতে নেন এ এস আই আবু সালেহ। তিনি থানায় অবগত করে শিশুটির পরিচয় নিশ্চিত করতে তৎপর হন। পরে শিশুটির মা তহমিনা খুশির খোঁজ পেয়ে তার হাতে তুলে দেন।