জিএম হিরোন, গৌরীঘোনা
যশোরের কেশবপুরে ভূমিহীনদের মাছে ঘর বরাদ্দ দেওয়া নিয়ে অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সরকারি জমিতে চারটি ঘর নির্মাণ করে। ওই গ্রামের চার জন ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ প্রাপ্তরা হলেন, হিজলডাঙ্গা গ্রামের সফিকুল ইসলাম, রবিউল শেখ, মোমেনা বেগম ও তহমিনা বেগম। কিন্তু বরাদ্দকৃত সফিকুল ইসলামের জমি আছে।
এলাকাবাসী জানান, সফিকুল ইসলামের ভিটে বাড়ি ১২ শতক ও আবাদি সফিকুলের পিতার নামে ১১৫ শতক জমি আছে। এলাকাবাসী আরো জানান, সফিকুল ইসলাম ও তার পিতার মিলে ১২৭ শতক জমি থাকার সত্ত্বেও সফিকুল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারি ঘর বরাদ্দ পেয়েছেন।
কিন্তু গ্রামের প্রকৃত ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষকে এলাকাবাসী উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আবেদন করেছেন। এলাকাবাসীর দাবি, সরেজমিন তদন্ত করে সফিকুল ইসলামের বরাদ্দকৃত ঘর বাতিল করে প্রকৃত ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়ার জন্য।