ক্রীড়া ডেস্ক
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা আফগানবাহিনীর দেয়া ২৭৩ রানের লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে ভারত। ভারতীয় অধিনায়ক রোহিতের ৮৪ বলে ১৩১ রানের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের সাথে রেকর্ডের বন্যা বয়েছে। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ও বিশ্বকাপের ৭ম সেঞ্চুরি করতে ৫টি চার ও ১৬টি ছক্কা হাঁকান রোহিত।
রেকর্ডের তালিকায় রোহিত কাল ছাপিয়ে গেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইলকে। ভাগ বসিয়েছেন ডেভিড ওয়ার্নারের রাজত্বে। বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনেছেন। হয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান। বিশ্বকাপের ১৯তম ইনিংসে নামের পাশে হাজার রান যুক্ত করে যৌথভাবে হয়েছেন দ্রুততম।
উদ্বোধনী জুটিতে ১৫৬ রানের মধ্যে ইশান কিশানের অবদান ছিল মাত্র ৪৭ রানের। ভারত যে দুটি উইকেট হারিয়েছে সেগুলো শিকার করেছেন রশিদ খান। কিশানের পর রোহিতকেও থামান তিনি ২০৫ রানে। ৬৮ রানের বাকি পথটুকু পাড়ি দেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। টানা দ্বিতীয় ফিফটি করেন বিরাট। ৬ চারে ৫৬ বলে ৫৫ করে থাকেন অপরাজিত। ২৩ বলে শ্রেয়াসের ব্যাটে আসে ২৫ রান।
৯০ বল বাকি থাকতেই দাপুটে জয় তুলে নিয়ে ভারত বার্তা পাঠিয়ে রাখল আহমেদাবাদে তাদের জন্য অপেক্ষা করে থাকা পাকিস্তান শিবিরে।
এর আগে আফগান অধিনায়ক শাহিদির ৮০ এবং ওমরজাইয়ের ৬২ রানে ভর করে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানরা। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন দুজন। এর আগে ইব্রাহিম জাদরান ২২ ও গুরবাজ ২১ রান করেন। আফগানদের উইকেট তুলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছেন বুমরা। ১০ ওভারে ৩৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। হার্দিক ২টি এবং শার্দুল ও কুলদীপ একটি করে উইকেট নেন।