নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার দুপুরে সদর উপজেলার নীলগঞ্জ মহাশশ্মানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যশোর জেলা শাখার আহ্বায়ক অমল অধিকারী সাহসকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক সনজিৎ অধিকারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এদেরকে আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট দ্বিনবন্ধু রায়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতির্থি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখার আহ্বায়ক অমল অধিকারী সাহসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদিপ কুমার কুমার পাল, সিনিয়র সহসভাপতি অভয় কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হেমন্ত দাস, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল মজুমদার রুমেল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শুভ্র বিশ^াস, অসীম ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী অসিম কুমার মন্ডল।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের কেন্দ্রীয় সভাপতি তুলন পাল, সাধারণ সম্পাদক চয়ন বাড়ৈ, হিন্দু মহিলা মহাজোটের কেন্দ্রীয় সভাপতি বহি শিখা দাস, সাংগঠনিক সম্পাদক সমাপিকা দাস, হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি সজীব কুমার তপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলয় পাল আদর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হিন্দু মহাজোট যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সনজিৎ অধিকারী।
এর আগে সংগঠনের রেলরোডস্থ কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে নীলগঞ্জ মহাশশ্মানে গিয়ে শেষ হয়।
