নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় উদ্যোগে কমিউনিস্ট নেতা কমরেড হেমন্ত সরকারের ২৪তম মৃত্যুবার্ষিকীতে বুধবার বিকালে যশোর শহরের দড়াটানা শহীদ চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও এনডিএফ খুলনা জেলা সম্পাদক তাপস বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও এনডিএফ ঝিনাইদহ জেলা সম্পাদক সাখাওয়াত হোসেন, এনডিএফ নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, যশোর জেলা ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাস্টার,
ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় ছাত্রদল খুলনার আহ্বায়ক সুকৃতি সরকার, যশোর জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমূখ। সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শামীমুল হক।
সভায় প্রধান বক্তা বলেন, প্রয়াত কমরেড হেমন্ত সরকার সমগ্র জীবন ধরে শ্রমিক-কৃষক মেহনতি জনগণ মানুষের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনো গণতন্ত্র ছিলো না এবং এখনো নেই।
আমাদের মতো দেশে সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সাম্রাজ্যবাদ। তাই সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদের সংগ্রামই হচ্ছে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। ১৯৭১ সালে সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বীয় স্বার্থে উগ্র বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে সৃষ্টি হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের।
ফলে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের লুটপাটের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু শ্রমিক-কৃষক-জনগণের দুঃখ-দুর্দশার জন্য দায়ীই সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
যে কারণে ক্ষমতাসীন প্রতিটি সরকারই জাতীয় ও জনস্বার্থকে উপেক্ষা করে প্রভুর স্বার্থ রক্ষা করে। আজ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মুখে গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে চলেছে। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদের লড়াইয়ের পথ প্রদর্শক হচ্ছেন মহান বিপ্লবী কমরেড আবদুল হক।
গতকাল সকাল সোয়া ১০টায় প্রয়াত কমরেডের নড়াইলের বড়েন্দার গ্রামস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।