নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে এখনো দেরি। কিন্তু এর আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যস্ত সময় পার করছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ১৯ স্পিনারকে নিয়ে তিন দিনের ক্যাম্প শুরু করেছেন জাতীয় দলের এ স্পিন পরামর্শক।
ক্যাম্পে ডাক পাওয়া দুই স্পিনার হচ্ছেন, খুলনা বিভাগীয় দলের বাঁহাতি স্পিনার টিপু সুলতান ও সর্বশেষ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সিটি ক্লাবের হয়ে খেলা লেগ স্পিনার আব্দুল্লাহ আল মামুন রাজ।
ক্যাম্পে থাকা একাধিক স্পিনারের সঙ্গে কথা বলে জানা গেছে, হেরাথ মূলত স্পিন বোলিংয়ের কিছু টেকনিক্যাল বিষয় ও মানসিকতা নিয়ে কথা বলেছেন। নির্দিষ্ট কিছু ড্রিলও করানো হয়েছে। খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে বোলিং ও ভিডিও বিশ্লেষণ করেছেন তিনি।
ক্যাম্পে ডাক পেয়েছেন, রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজ মোহান্না, রিশাদ হোসেন, সানজিৎ শাহা, রনি চৌধুরী, টিপু সুলতান, মেহরাব ওহিন, নাইম হোসেন সাকিব, মুজাক্কির, আবু হাসিম, নাইম আহমেদ, শাদিন ইসলাম, আল মামুন রাজু, নয়ন, রুবেল ও মোস্তাফিজুর রহমান।