পাইকগাছা প্রতিনিধি
বিয়ের পর পুত্র এবং পুত্রবধূকে নিয়ে আসলেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার বিকেল ৪টায় বিআরবি হেলিকপ্টারযোগে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অবতরণ করেন মেয়র পুত্র ফিরোজ জাহাঙ্গীর রানা ও পুত্রবধূ আরিবা আলম। এ সময় মেয়র পরিবারসহ উপস্থিত শত শত মানুষ ফুল দিয়ে নববধূকে বরণ করে নেন। পরে গাড়িযোগে বাসায় পৌঁছে পালকিতে চড়ে এলাকা ঘুরে দেখেন নববধূ। বাসায় উপস্থিত শত শত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করার মধ্য দিয়ে পুত্র এবং পুত্রবধূর জন্য সকলের কাছে দোয়া এবং আশির্বাদ চান মেয়র সেলিম জাহাঙ্গীর ও মেয়র পত্মী ফাতেমা জাহাঙ্গীর।
উল্লেখ্য, মেয়র দম্পরি মেঝ ছেলে আমেরিকা প্রবাসী ফিরোজ জাহাঙ্গীর রানা মূলত একজন সফ্টয়্যার ইঞ্জিনিয়ার। এবং পুত্রবধূ আরিবা আলম ঢাকার বাসিন্দা কেএসআরএম গ্রুপের জেনারেল ম্যানেজার নজরুল আলমের মেয়ে। আরিবার মাতা নাসরিন আলম। এবং আরিবা পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গত ১৪ মার্চ ঢাকায় বিয়ের সুসম্পন্ন হয়।