রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মালয়েশিয়া প্রবাসী ও মণিরামপুর উপজেলা কৃষক লীগের সহসভাপতি ইউনুস আলী নিজ বাড়িতে হেলিকপ্টারে এসেছেন। তিনি উপজেলার রাজগঞ্জ মশ্মিমনগর ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বহনকারী হেলিকপ্টারটি নোয়ালী ময়নার মাঠে অবতরণ করে। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মী ও এলাকাবাসী। হেলিকপ্টারে তার অবতরণ দেখতে মাঠটিতে শত শত মানুষ ভিড় জমান।
এসময় মাঠে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, মশ্মিমনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল মামুন, সেক্রটারী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কৃষক লীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি তাজউদ্দীন আহমেদ ভুট্টো, বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন সেক্রটারী মিঠুন হোসেন, সেচ্ছাসেবক লীগের ইউনিয়নসহ সভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ।