নিজস্ব প্রতিবেদক
যশোরের হৈবতপুর ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শনিবার (৪ মে) সাতমাইল বাজারে আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক।
হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলী মাস্টার, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন, আহম্মদ আলী বিশ্বাস ও শহিদুল ইসলাম লিখন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, হৈবতপুরবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলকে ভোট দিতে হবে। আনোয়ার হোসেন বিপুল বিজয়ী হলে হৈবতপুরবাসীর গর্ব হবে। হৈবতপুরবাসী অহংকার করতে পারবে। হৈবতপুরে বেশি করে উন্নয়ন হবে। অকপাটে সবাই মনের দুঃখ, কষ্টের কথা শেয়ার করতে পারবেন। কথা বলার জন্য একজন অভিভাবক পাওয়া যাবে। সেই জন্য আনোয়ার হোসেন বিপুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার বিকল্প নেই। আর তার প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর রহমান ঝুমুরের জন্যও নেতৃবৃন্দ ভোট চান। মতবিনিময় সভা শেষে আনোয়ার হোসেন বিপুল হৈবতপুর বাজারে গণসংযোগ করেন।
