আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে উচ্চপর্যায়ের মাদক কোকেনের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধার করা কোকেনের প্যাকেটটি সেখানে কীভাবে পৌঁছাল, তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
রবিবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা একটি প্যাকেট উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে তা কোকেনের প্যাকেট বলে জানা গেছে। কোকেন উদ্ধার করার পর পুরো হোয়াইট হাউস অল্প সময়ের জন্য খালি করা হয়।
দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে সিক্রেট সার্ভিস ওই প্যাকেটটি কীসের, তা এখনও নিশ্চিত করেনি। তারা শুধু একটি আইটেম বলে বিবৃতি দিয়েছে। প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের নিরাপত্তায় থাকা সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আইটেমটি আরও খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
রবিবার প্যাকেটটি যখন উদ্ধার করা হয় তখন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না। তিনি সপরিবারে ক্যাম্প ডেভিডে অবকাশ যাপন করছিলেন।
ওয়েস্ট উইং হোয়াইট হাউসের একটি অংশ। প্রেসিডেন্ট যে অংশে থাকেন এটা তার কাছাকাছি। কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ওয়েস্ট উইংয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বাইরের মানুষ আসা-যাওয়া করেন।
সূত্র : আলজাজিরা