কল্যাণ ডেস্ক
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ে যুক্ত হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা। ফলে ভিডিও কল চলাকালীন ভিডিওকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে নিজের ফোনের স্ক্রিন দেখানো যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় কল কন্ট্রোল ভিউতে নতুন আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
আইকনটিতে ক্লিক করলে ফোনের পর্দায় চালু থাকা সব তথ্য বা ছবি দেখতে পারবেন ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারী। স্ক্রিন শেয়ার সুবিধা বন্ধ রাখা যাবে। তবে ভিডিও কলের সময় চাইলেই স্ক্রিন শেয়ার করা যাবে না। এ জন্য অপর প্রান্তে থাকা ব্যক্তির অনুমতি নিতে হবে।
আপাতত অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এ সুবিধা সবার জন্য চালু করা হবে।
এদিকে, ব্যবহারকারীদের প্রোফাইলে আলাদা ইউজার নেম ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে শুধু উক্ত ইউজার নেমের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালু হলে ফেসবুকের আদলে হোয়াটসঅ্যাপের সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ইউজার নেম অনুসন্ধান করলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট পাওয়া যাবে।
ফলে ফোন নম্বর আদান-প্রদানের ঝামেলা থাকছে না। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নতুন এই সুবিধা। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্যই সুবিধাটি চালু করা হবে।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড অ্যাপ যেভাবে চুপিসারে আমাদের গোপন তথ্য পাচার করে
১ Comment
Pingback: টুইটারের দাম কমেছে প্রায় ৩ হাজার কোটি ডলার