কালো গাউন জড়িয়ে একটু লাফিয়ে কালো হ্যাট আকাশ পানে ছুঁড়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ। এ উচ্ছ্বাস স্বপ্ন ছোঁয়ার। তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং স্নাতক ও স্নাতকোত্তর পাস করার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে শনিবার চতুর্থ সমাবর্তনে এমন আনন্দে মেতেছিলেন এক হাজার ৮৩৪ জন গ্রাজুয়েট। প্রিয় ক্যাম্পাসে বাবা-মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে জীবনের সেরা সময় কাটিয়েছেন তারা।
বেলা ১১ টায় সমাবর্তনের গ্রাজুয়েটরাসহ বিভিন্ন অনুষদের ডিন ও নিয়ে ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সমাবর্তনের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। অনুষ্ঠানে যবিপ্রবির স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে এক হাজার ৮৩৪ জন গ্রাজুয়েটের মধ্যে ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন। আর ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করেন। ছবি গুলো তুলেছেন আমাদের আলোকচিত্রী ইলিয়াস সাজু




