গতকাল পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ও মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় শিশু দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
অনুষ্ঠানের ১ম দিনে ১৭ মার্চ যশোর জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক এর বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুটি বিতার্কিক দল শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে পক্ষে ও বিপক্ষে দুর্দান্ত যুক্তি উপস্থাপন এর মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল।
সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ন সম্পাদক ও দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়। এতে একজন শিক্ষার্থীর সঠিক জ্ঞান চর্চা হয়। আমাদের সকলকে ইতিহাত, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সকল বিষয়ে জানতে হবে ও পড়তে হবে। এই ধরনের আয়োজন করার জন্য স্বপ্নদেখো এবং এমএমডিএফবিডি কে ধন্যবাদ জানায়।
বিতর্ক প্রতিযোগিতায় রাদিফা আফরিন পুষ্পিতার নেতৃত্বে পক্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিপক্ষ দলের নেতৃত্বে ছিলেন তাবাসসুম আক্তার ইভা।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন, আরিনা ইসলাম, ২য় স্থান আব্দুল্লাহ আর হারিচ, ৩য় স্থান মেহেরুননেছা মাহিয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএমডিএফ বিডি এর সভাপতি শ্রাবনী আক্তার বন্যা।