নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে যশোর মেডিকেল কলেজ ও জেলা টেকনোলজিস্ট ফোরামের উদ্যোগে জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় ও নুরুজ্জামান, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ, ব্লাড ব্যাংক ইনচার্জ চঞ্চল, যশোর জিলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার এবং ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসানসহ যশোরের সরকারি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো অগ্রগতি না হওয়ায় কর্মরতদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা। বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, কিন্তু বারবার কোয়ারি দিয়ে সময় ক্ষেপণ করছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান, না হলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন।
